ময়লা আবর্জনার দখলে গুরুত্বপূর্ন সড়ক।
মীর শাহীন
এটি ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহন-হরিগঞ্জ-ধলীগৌরনগর রোডের হ্যলিপ্যাড জায়গার দৃশ্য।
গত ৩/৪ মাস ধরে এখানেই ফেলা হচ্ছে লালমোহন পৌরসভার ময়লা আবর্জনা।
এতে করে ভোগান্তি পোহাচ্ছে হচ্ছে উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের,ময়লা আবর্জনার দূগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে জনসাধারণ।
পৌরসভার সুদক্ষ সুইপারগন গাড়ীতে করে ময়লা আবর্জনাগুলো প্রতিদিনই ফেলে যাচ্ছে অর্ধেক রাস্তা দখল করে। ছবিতে তা স্পষ্ট দৃশ্যমান হলেও সেদিকে নজর পরেনি উপজেলা প্রশাসনের!
যে রাস্তা দিয়ে প্রতি মিনিটে কমপক্ষে ২০/৩০ টি গাড়ি চলাচল করছে।
সেই রাস্তার আজ এই বেহাল দশা।
পৌরসভা প্রশাসনের উদাসীনতা যেমন পরিবেশ দূষণ করছে তেমনি ঝুঁকি বাড়াচ্ছে ভয়াবহ দূর্ঘনার।
এই ধরনের জনবহুল গুরুত্বপূর্ণ একটি রাস্তায় ময়লা আবর্জনার স্তূপে কেড়ে নিতে পারে পথচারীদের প্রান।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও মোবাইলে পাওয়া যায়নি।
সাধারণ মানুষের প্রত্যাশা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি পূর্বের রুপ ফিরে পাবে।