শিবচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপি প্রার্থী সরোয়ার হোসেন মৃধার পরিদর্শন
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুর
মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী সরোয়ার হোসেন মৃধা মাতবরের চর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার সকালে তিনি মাদবরের চর আর এম উচ্চ বিদ্যালয়, বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়, চর জানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, বড় বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভৈরব বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করেন এবং শিক্ষা কার্যক্রমে কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা খোঁজ নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর শিবচর উপজেলা সহকারী সেক্রেটারি ও মাদবরের চর ইউনিয়নের আমির হাবিবুল্লাহ বাহার, আব্দুল লতিফ, শাহ সুলতান, ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা সভাপতি আল আমিন ও সেক্রেটারি মুজাহিদ তালুকদার, সাইদুর রহমান বাবুল,