ধান বীজকে কেন্দ্র করে সং,ঘর্ষে আ,হত ২, একজন আশঙ্কাজনক |
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার ১১নং আউলিয়াপুর ইউনিয়নের ধানক্ষেতের বীজকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেল মৃধা, ইছা মৃধা এবং ইমরান হাওলাদার উপর আক্কেল আলী মৃধা বাড়ির শাহ আলম মৃধা, মস্তফা মৃধা, আব্বাস মৃধা এবং তাদের সহযোগীরা — যার মধ্যে শাহ আলমের মেয়ে লিলিও ছিল — দলবদ্ধভাবে সশস্ত্র হামলা চালায়।
এই ঘটনায় রাসেল মৃধা ও ইছা মৃধা গুরুতর আহত হন। রাসেল মৃধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শাহ আলম মৃধার ছেলে আবু মুসা ০১ সেপ্টেম্বর ২০২৫, আনুমানিক রাত ৮:৩০ মিনিটে ফোন করে হুমকি দেয়। ফোনে আবু মুসা বলে, “আমার কপাল ভালো আমি বাড়িতে ছিলাম না, না হলে একজনও বাঁচত না — সব লাশ হয়ে যেত।” ভুক্তভোগীদের দাবি, হুমকির অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত আছে।
তারা এই ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।