ঝিনাইদহে আমের চারা বাজার একটি গোডাউন থেকে ৪৬৩ বস্তা ডিওপি সার উদ্ধার ডিলারকে এক লক্ষ টাকা জরিমানা।
হরিণাকুন্ডু প্রতিনিধিঃমো: মামুনুর রহমান টগর।
ঝিনাইদহ সদর উপজেলার ইউনিয়নের সারের ডিলার মেসার্স মতিন ট্রেডার্স এর সত্তা অধিকার নুরুজ্জামান জালালের গোডাউন আমের চারা মোড়ের কুদ্দুসের বাড়ির গোডাউন থেকে অবৈধ মজুদ ৪৬৩ বস্তা ডিওপি স্যার উদ্ধার করেছে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরনবী। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় ডিওপি সার সংকট দেখিয়ে কৃষকের নিকট চড়া দামে বিক্রি হচ্ছে। আজ ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হলিধানি বাজারের মেসার্স মতিন ট্রেডার্সের মালিক নুরুজ্জামান জালালের যতগুলো গোডাউন ছিল সেগুলো সার্চ করেন। তারপর আমের চারা মোড়ের কুদ্দুসের বাড়ির গোডাউন থেকে অবৈধ মজুদ ৪৬৩ বস্তা সার উদ্ধার করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এই ডিলারকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং যব্দকৃত স্বাদ ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সরবরাহের নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার।