জোটবদ্ধ হলে রক্তের বিনিময় হলেও সুনামগঞ্জ-৩ জমিয়তের রাখবো,
হাম্মাদ আহমদ গাজীনগরী
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের তৃনমুল দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০১ লা সেপ্টেম্বর (সোমবার) বিকেল ২ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারস্থ সোহেল কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিপাড়ী’র সভাপতিত্বে
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই ও উপজেলা যুব জমিয়ত সভাপতি গাজী আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনে এমপি পদপ্রার্থী মাওলানা শায়েখ হাম্মাদ আহমদ গাজী নগরী। তিনি বলেন সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসন জমিয়তের, আমরা বিগত সময়ে দেখেছি যে বাংলাদেশের কোনো আসনে জমিয়ত বিজয় নিয়ে আসুক বা না আসুক সুনামগঞ্জ-৩ আসনে বিজয় নিয়ে আসছিলো। জমিয়ত এই আসন থেকে মাওলানা এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী কে এমপি’তে নির্বাচিত করেছিলো। শান্তিগঞ্জ উপজেলা থেকে জমিয়তের ভাইস চেয়ারম্যানে নির্বাচিত হয়েছিলো। তাই এই আসনে জমিয়তের ঘাটি। এজন্য জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন যদি জোটবদ্ধ হই তাহলে রক্তের বিনিময় হলে-ও এই আসনে জমিয়তের প্রার্থী রাখবো। এই সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত কে রক্ষা করবো।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরী।
বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফতি মুনাজির আহমদ,শিমুলবাক ইউনিয়ন জমিয়তের সভাপতি ক্বারী সাইফুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জয়কলস ইউনিয়ন জমিয়তের সভাপতি ডাঃ মাওলানা আব্দুল ওয়াহিদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম (লাদেন),পশ্চিম বীরগাও ইউনিয়ন জমিয়তের সভাপতি মৌলভী আবুল কালাম, দরগাপাশা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, পূর্ব পাগলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আসকর আহমদ ও উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ আবু সাঈদ।
তাছাড়াও বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক,মাওলানা হুমায়ুন কবির (দুলাল),মাওলানা মুহসিন আহমদ,মাওলানা ফখরুল ইসলাম, মাষ্টার আমিন উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা মতিউর রহমান, আব্দুল কাহার ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিক প্রমূখ।