ঘোড়াশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
মোঃ মিনার হোসেন খান, স্টাফ রিপোর্টার : পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বিকেল ৫টায় ঘোড়াশাল পৌর এলাকার সাদ্দামবাজার বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
পলাশ উপজেলা যুবদল সভাপতি প্রত্যাশী মকবুল মোর্শেদ রতনের উদ্যোগে এক বিশাল র্যালি সাদ্দামবাজার থেকে শুরু হয়ে ঘোড়া চত্বর ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সাদ্দামবাজার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌকির ইসলাম রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ঘোড়াশাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ও পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাহাঙ্গীর হোসেন বলেন, “অতীতের সব মতপার্থক্য ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ড. আব্দুল মঈন খানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে পারলেই পলাশবাসীর দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে।” তিনি আরও দাবি করেন, “ড. মঈন খান কখনো কমিশন বাণিজ্যে জড়াননি, অথচ অতীতে আওয়ামী লীগের এমপিরা এক মিনিটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।”
সভাপতির বক্তব্যে মকবুল মোর্শেদ রতন বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য থাকবে সর্বোচ্চ ভোটে ড. আব্দুল মঈন খান স্যারকে সংসদে পাঠানো। এ জন্য মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।