গাজীপুর রাজবাড়ীর রাজ দিঘী দিনে দিনে সৌন্দর্য হারাচ্ছে
রাকিব আহমেদ
স্টাফ রিপোর্টার
গাজীপুর
গাজীপুর জেলা, ঢাকার পার্শ্ববর্তী জেলা এই জেলায় রয়েছে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা আবার অন্যদিকে ভাওয়াল রাজা খ্যাত বিখ্যাত রাজার রাজ্যও ছিল এই গাজীপুর, রাজা জয়দেব এর নামানুসারে এই রাজ্যের নাম ছিল জয়দেবপুর, জেলা হিসেবে এই জেলা গাজীপুর নামেই প্রশাসনিকভাবে স্থান পায়, প্রায় একশত বছরে অধিক পুরোনো ভাওয়াল রাজার প্রাসাদের পাশেই অবস্থিত এই দিঘী, এই দীঘির স্বচ্ছ পানিতেই গোসল করতেন ভাওয়াল রাজার সহধর্মিনী রানী বিলাসমনি, রাজবাড়ী পশ্চিম পাশে অবস্থিত এই দিঘীটি কালের স্বাক্ষী হয়ে আজো আছে, আজও নিজ বুকে পানি ধারন করে আছে, কিন্তু পানিগুলো আজ ব্যাবহার অযোগ্য, দিঘির আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন বাড়িঘর এবং প্রতিষ্ঠান, সেখান থেকে ময়লা আবর্জনা এই দিঘিতেই ফেলা হয়, এভাবেই সুন্দর এই দিঘী তার সৌন্দর্য হারাচ্ছে
আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে আজকে দিঘীটি অবহেলিত, তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে তাদের প্রিয় জেলার এই ঐতিহ্যগত অবস্থানটি সঠিক তদারকি এবং নমস্কার এর মাধ্যমে একটি সংরক্ষিত স্থান এবং ভ্রমণ পিপাসুদের জন্য বেড়ানোর উপাদান হিসেবে গড়ে তোলা হোক, এতে করে দিঘীটিও রক্ষা পাবে এবং গাজীপুরবাসী একটি দর্শনীয় স্থান পাবে
এই ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসন সুত্রেও জানা যায় রাজ দিঘীকে খুব সুন্দর একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, সময়মতো এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে