কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সিনিঃ সচিব রফিকুল ইসলাম
জিএম মোখলেসুর, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্যকালে কালিগঞ্জের কৃতি সন্তান সচিব মহোদয় বলেন বিদ্যালয়ের লেখাপড়ার মানের পাশাপাশি পরিবেশ উন্নত করতে পারলেই শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়বে। তাহলে আগামীতে ছাত্রির সংখ্যা বৃদ্ধি পাবে। খেয়াল রাখতে হবে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পড়ালেখায় আন্তরিকতা এবং মনোনিবেশ আছে কিনা? আমি চেষ্টা করেছি বিদ্যালয়ের অবকাঠামোগত কিছু অবদান রাখতে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, সহকারী প্রধান শিক্ষক খাঁন আবুল বাসার প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আলমগীর হোসেন, শিমুল হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী।