হরিণাকুন্ডুতে সুনামে ভাসছেন আবুল হাসান (মাস্টার)
মো: মামুনুর রহমান (টগর) হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান (মাস্টার) যার সুনামের কোনো শেষ নেই।ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলাট ১ নং ভাইনা ইউনিয়ন এর কৃত্তি সন্তান সৎ বিনয়ী, মেধাবী রাজনীতিবিদ জননেতা আবুল হাসান (মাস্টার)।
আবুল হাসান (মাস্টার) একজন শিক্ষিত ব্যক্তির নাম।যার সুনাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হরিনাকুন্ডু উপজেলার ১৩৪ গ্রামে।
হরিণাকুন্ডু বাসীর আস্থা আশার জায়গা জননেতা আবুল হাসান মাস্টার,, ক্লিন ইমেজের রাজনিতিবীদ সাবেক ছাত্রনেতা, হাজারও কর্মী তৈরির কারিগর, যার নেতৃত্বে আজ হরিনাকুন্ডু বাসী সুসংগঠিত, যে নেতা নিজের চিন্তা না করেই কর্মীর চিন্তা করে সে নেতার দ্বারাই অনৈতিক কোনো কর্মকান্ড হতে পারে না।
আবুল হাসান (মাস্টার) যিনি হরিনাকুন্ডু উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি, তিনি নিজেও শিক্ষক, আবার রাজনৈতিক পরিচয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি হরিণাকুন্ডু উপজেলা শাখার।
যার নামে আজ পর্যন্ত কোনো খারাব তথ্য বা প্রমান পায় নি বা কেউ প্রমান করতে পারে নি যে আবুল হাসান (মাস্টার) একজন খারাব ব্যক্তি!! যার হাজারও সুনামের তালিকা দিনগেলেই তৈরি হতে চলেছে।যার পিছে আছে অদম্য শক্তি, সাহসিকতা, ত্যাগ,মেধা,শ্রম, রাজপথের ঘাম ইত্যাদি।
আবুল হাসান (মাস্টার) এমনই একজন ব্যক্তি যুবসমাজের তৈরিও শিক্ষা দেওয়ার নাম।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটা ইতিহাস,যার পিছে আছে ঘাম ঝরানো রাজপথ।