সাতঘড়িয়া উত্তরপাড়া নতুন কাঁচা রাস্তা ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীর ভোগান্তি।
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধ।
মুন্সিগঞ্জ জেলার,লৌহজং উপজেলার, হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতঘড়িয়া উত্তরপাড়া নতুন কাঁচা রাস্তাটি বর্ষাকালে পানির চাপে ভেঙে যায়, এতে করে গ্রামবাসীর চলাচলে অনেক অসুবিধায় পড়তে হয়,এ রাস্তাটি দিয়ে গ্রামের প্রায় ১০০ এর অধিক পরিবারের চলাচল করতে হয়, এতোটুকু ভাঙ্গার জন্য রিক্সা ভ্যান এ রাস্তা দিয়ে গ্রামে ঢুকতে পারেনা এমনকি গ্রামের কেউ অসুস্থ হলে ভ্যানে করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যাবে সে ব্যবস্থাটুকু নেই, ওই টুকু ভাঙ্গা রাস্তার জন্য ওই গ্রামের সকল মানুষের অনেক অসুবিধায় পড়তে হয় এবং বর্ষাকালে বাঁশ দিয়ে শাকো তৈরি করে ওই শাকো দিয়ে অনেক কষ্ট করে চলাচল করতে হয়, রাস্তাটির নিচে পাইপ দিয়ে মেরামত করলে রাস্তাটি ভাঙবে না এমত অবস্থায় অত্র গ্রামের সকলের একটাই দাবি উক্ত ভাঙ্গা রাস্তাটি অতি দ্রুত মেরামত করে সকলের দুঃখ লাঘব করার ব্যবস্থা করা হোক।