শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ওএমএস সেবা চালু
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্বাচিত ডিলারের মাধ্যমে উপজেলার ৩ টি নিধারিত পয়েন্টে খাদ্যবান্ধব ওএমএস সেবা চালুর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১ লা সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের নির্বাচিত উসমান এন্টারপ্রাইজে এ খাদ্যবান্ধব ওএমএস সেবার শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,সাংবাদিক দিলীপ কুমার দাশ, উসমান এন্টারপ্রাইজের মালিক মো: মামুন আহমদ ও ব্যবসায়ী নজরুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার তিনটা পয়েন্ট পাগলা বাজার, পাথারিয়া বাজার ও শান্তিগঞ্জ বাজারে সপ্তাহে ৫ দিন এই সেবা চালু থাকবে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাত্র ২৪ টাকা কেজি দরে একজন সর্বোচ্চ ৫ কেজি আটা এবং ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। আপাতত শুধু আটা করতে ক্রয় পারছেন তারা। তবে বর্তমান চাহিদা অনুযায়ী আরও বেশি আটা ও দ্রুত চাল বরাদ্দের প্রয়োজন বলে জানান মানুষজন।