আরাফাত ভূঁইয়া শান্ত মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একসাথে পুড়ে গেছে পাঁচ ভাইয়ের বসতঘর।
গতকাল রোববার রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব বেজগাঁও গ্রামের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজনের ধারণা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক ঘর দাউদাউ করে জ্বলতে শুরু করে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুনে মো. বাদল, কুতুব উদ্দিন, জহিরুল, পান্নু ও খাইরুল এই পাঁচ ভাইয়ের ঘর এক সাথে পুড়ে ছাই হয়ে যায়। তাদের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সুভাষ মন্ডল বলেন, আমরা শিমুলিয়া মাওয়া ঘাট থেকে ফেরার পথে ঢাকা-মাওয়া হাইওয়ে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি ঘর জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। আমরা স্থানীয়রা মিলে কয়েকটি ঘরের জানালা ভেঙে পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং কিছু ঘর রক্ষা করতে সক্ষম হই।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।