*ভূনবীরের আলীশারকুলে ইয়াবার ভয়াল থাবা, আতঙ্কে সাধারন মানুষ*
স্টাফ রির্পোটার রানা মিয়া...
*শ্রীমঙ্গল, মৌলভীবাজার:*
২নং ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে *ইয়াবা ব্যবসা ও সেবন।* এই অবৈধ মাদক কারবার এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ইয়াবার লেনদেন চলে গোপনে। গ্রামের কিছু *অপরাধপ্রবণ যুবক* ও *অজ্ঞাত প্রভাবশালী চক্র* এই কাজে জড়িত। ফলে গ্রামে বেড়েছে *চুরি, পারিবারিক অশান্তি, শিক্ষার্থীদের অবনতি* এবং *নারী ও শিশুর নিরাপত্তাহীনতা।*
গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন,
*"আমাদের ছেলেমেয়েরা আজ ধ্বংসের পথে। আগে যারা পড়াশোনা করত, তারা আজ নেশায় ডুবে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।"*
এমন অবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীমঙ্গল থানার ওসি বরাবর *লিখিত অভিযোগ* দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামবাসীরা প্রশাসনের কাছে *জোরালো অভিযান* ও *দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি* জানিয়েছেন।
*মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ।