বাউফলে ইয়াবাসহ গ্রে,ফতা,র স্বেচ্ছাসেবক দলের নেতাকে দল থেকে বহিষ্কার
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন
পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের হওয়ার পরে কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে (২৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ১০৬ পিস ইয়াবাসহ হাসান গাজীকে আটক করে। পরে একটি মাদক দায়ের করে আজ রোববার (৩১আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হাসান গাজী ওই গ্রামের হালিম গাজীর ছেলে।
এদিকে রোববার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহনের নির্দেশে শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান গাজীকে প্রাথমিক সদস্যপদসহ সকল ধরনের পদ -পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার হাসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে, পুলিশের জানা নেই বলে জানান তিনি ।