বাংলাদেশ থেকে মুজিববাদ চিরতরে ধ্বংস করতে হবে- কামরুল হাসান
এস এ খান শিল্টু মেহেরপুর : মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেছেন, দীর্ঘদিনের বাকশাল বাংলাদেশ থেকে চলে গিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। বাংলাদেশ থেকে মুজিববাদকে চিরতরে ধ্বংস করতে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল হাসান আরও বলেন, ১/১১ এর কুশীলবদের বিচার এদেশে করতেই হবে। ২০০৭ সালে যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে বিএনপিকে বাদ দিয়ে নতুন দল গঠনের ষড়যন্ত্র করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবেই।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস বিএনপি বারবার প্রমাণ করেছে।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মাহমুদ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু এবং মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি বের হয়। কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াদা পাড়া মোড়ে গিয়ে শেষ হয়।