বগুড়া আদমদীঘিতে ৪টি চোরাই গরু উ,দ্ধা,র, গরু চু,রি,র অভিযোগে দুইজন গ্রে,ফ,তার
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার ও গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১০টা হতে ০১ সেপ্টেম্বর ভোর ৫টা পর্যন্ত আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে গরু চোর ও মাদক দ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মোঃ ইদ্রিস আলী (৪৯), পিতা: মৃত শমসের আকন্দ এবং মোঃ হারুন অর রশিদ (৫৫), পিতা: মৃত হাসান কাজি, উভয়েই বিনাহালী, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া, কে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে আসামি মোঃ ইদ্রিস আলীর স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির গোয়াল ঘর থেকে ০২টি বকনা, ০১টি গাভী ও ০১টি বাছুরসহ মোট ০৪টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।