বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যু,ব,ক গুরুতর আ,হ,ত, শজিমেকে ভর্তি
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি বিসিক শিল্প এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল ৯টা ৩০ মিনিটে ফুলবাড়ি বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির হলেন বগুড়া জেলা সদর থানা দিন পাঁচবাড়িয়া গ্রামের মোঃ আবুল কালাম এর পুত্র মোঃ সোহান (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুষ্কৃতিকারী সদর থানা ফুলবাড়ী এলাকার মোঃ মান্না এর পুত্র মোঃ বেলাল (৩০) হঠাৎ চাকু দিয়ে সোহানের শরীরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সকাল ১০টায় আত্মীয়-স্বজনরা গুরুতর আহত সোহানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুষ্কৃতিকারী সোহানের বোনের সঙ্গে আসামি বেলালের এক বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।