ফেনী পৌরসভার ০৭ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করেন জয়নাল আবেদীন ভিপি
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করেন।
৩১ আগষ্ট রবিবার বিকাল ৪ : ০০ ঘটিকায় ৭ নং ওয়ার্ডের ৩ রাস্তার মোড়ে ০৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম অভির সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া, যুগ্ম আহবায়ক ভি পি জাহিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভি পি বেলাল প্রমুখ।