ফুলগাজী আমজাদ হাটে জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনী জেলার ফুলগাজী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমজাদ হাট ইউনিয়ন শাখার “কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
৩১ আগস্ট (রবিবার) আমজাদ হাট ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর মাও. ইব্রাহিম মজুমদারের সভাপতিত্বে এবং আমজাদ হাট ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবির হোসেন চৌধুরীর সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ জামাত ইসলামের আমজাদহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুন নবী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমজাদ হাট ইউনিয়ন নায়েবে আমীর ডাক্তার নুর নবী।
উক্ত কর্মী সম্মেলনে আমজাদ হাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীরা উপস্থিত ছিলেন।