পিটিআই, ফেনীতে বিদায় ও স্মৃতিচারণ সভা
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী প্রাইমারি টিচার্স’ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা) জনাব প্রীতি দেবী সহকারী সুপারিন্টেন্ডেন্ট পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে বদলি হওয়ায় এক বিদায় ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিটিআই, ফেনী-এর সুযোগ্য সুপারিন্টেন্ডেন্ট জনাব আয়েশা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সুপারিন্টেন্ডেন্ট জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিটিআই-এর সম্মানিত সকল ইন্সট্রাক্টরবৃন্দ, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও অফিস স্টাফসহ পিটিআই পরিবারের সকলে।
অনুষ্ঠানে সকলে জনাব প্রীতি দেবীর কর্মনিষ্ঠা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও স্মরণীয় অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপস্থিত সকলে তাঁর নতুন কর্মস্থলে সফলতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।