নেছারাবাদে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরকে
প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ উপজেলা গনঅধিকার পরিষদ ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে, ফ্যাসিবাদ বিরোধী অন্যতম শক্তি ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ ৫০ জনের বেশি গনঅধিকার পরিষদের নেতাকর্মীর উপর সৈরাচারের দোসর খ্যাত জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিবাদ মিছিল ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানঃ নেছারাবাদ উপজেলা কার্যালয়। তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সন্ধ্যায়। উপস্থিত নেছারাবাদ গণধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ও নুরুল হক নুর ভাইয়ের উপর ২২ বার হামলার শিকার হয়, কিন্তু বিপ্লব সংঘটিত হওয়ার পর এমন হামলা হবে তার উপর আমরা কল্পনাও করতে পারি নাই। এই হামলার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা,সেনাবাহিনী ও পুলিশ সরাসরি জড়িত। সরকারের কাছে বিচার দিয়ে লাভ নাই, তাই মহান আল্লাহর কাছে বিচার দিলাম। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বলেন, ফ্যাসিস্ট সরকারকে ফেরানোর জন্য জাতীয় পার্টির উপর ভর করে প্রশাসনের লোক জড়িত হয়ে ভিপি নুরুল হক নুরের উপর হামলা করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার মাটিতে ফ্যাসিস্ট সরকারকে আর দাঁড়াতে দেবো না। তিনি আরো বলেন আপা গেছে যে পথে জাপা যাবে সেই পথে। নেছারাবাদ উপজেলা যুব পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আর কোন ছাড় নয় ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। যত দিনে নিবন্ধন বাতিল না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।
নুরুল হক নূরসহ সকল আহত নেতাকর্মীদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।