নান্দাইলের বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদে দুর্নীতির অভিযোগ
আবু রায়হান
নান্দাইল উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি বরাদ্দ, প্রকল্প বাস্তবায়ন, ভিজিডি-ভিজিএফ কার্ড ও অন্যান্য ত্রাণ বণ্টনে অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে।
অভিযোগ রয়েছে—
গরীব ও প্রাপ্য মানুষদের নাম বাদ দিয়ে সুবিধাভোগীর তালিকায় আর্থিকভাবে সচ্ছল কিংবা জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনকে অন্তর্ভুক্ত করা হয়।
সরকারি প্রকল্পের টেন্ডার ও কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে জানান, বরাদ্দকৃত অর্থের পূর্ণ ব্যবহার না করে আংশিক কাজ করে বাকিটা আত্মসাৎ করা হচ্ছে।
ভূমি সনদ, জন্ম নিবন্ধন ও বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের দাবি, এসব অনিয়মের কারণে প্রকৃত প্রাপকেরা বঞ্চিত হচ্ছে এবং ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে।
এ বিষয়ে কয়েকজন গ্রামবাসী বলেন,
“আমরা ভোট দেই উন্নয়নের আশায়। কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বরাদ্দের টাকা ঠিকভাবে কাজে লাগালে আমাদের গ্রামের চিত্র অনেক আগেই বদলে যেত।”
তবে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, সব কাজ নিয়ম মেনে হচ্ছে। কোনো দুর্নীতি হলে তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।