দেশি ফলের বেশি গাছ লাগানোতে অধিক লাভ।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বৃক্ষরোপন অভিযান- ২০২৫ কর্মসূচি উদযাপন অনুষ্ঠিত হয়।
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নেছারাবাদ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, নেছারাবাদ, পিরোজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ইসমাইল হোসেন (বিএএমএস) জেলা কমান্ড্যান্ট আনসার ও (ভিডিপি) গ্রাম প্রতিরক্ষা বাহিনী পিরোজপুর। সার্বিক ব্যবস্থাপনা /বাস্তবায়নে: জনাব তাহমিনা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, নেছারাবাদ পিরোজপুর। উপজেলা নির্মাহী কর্মকর্তা বলেন,দেশি ফলের বেশি গাছ লাগানোতে অধিক লাভ। সকলের উদ্দেশ্যে বলেন দেশি বনস ও ফলজ গাছ লাগান পরিবেশকে বাঁচান গাছের বিকল্প নাই। ফরমালিন যুক্ত ফলকে না বলুন, দেশি ফলকে হ্যাঁ বলুন। প্রধান অতিথি বলেন, গাছ আমাদের বিপদের বন্ধু বেশি বেশি গাছ লাগান ও পরিবেশ বাঁচান। তিনি বলেন নেছারাবাদ উপজেলায় নার্সারি, পেয়ারা বাগান ও কাঠের গোলা
থাকার কারণে নেছারাবাদ উপজেলা সৌন্দর্যের ঘেরা। আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের গাছ লাগানোর জন্য পরামর্শ দেন এবং বলেন এলাকায় তোমরা গিয়ে প্রত্যেককে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করুণ।
সহযোগিতায়: ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ন আনসার ও কোম্পানি কমান্ডারবৃন্দ।