ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভি জি ডি’র চাউল বিতরণ করা হয়।
হরিণাকুন্ডু সংবাদদাতা: মামুনুর রহমান(টগর)।
আজ :০১/০৯/২০২৫ ঝিণাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে মাসিক ভি জি ডির চাউল বিতরণ করা হয়। চাউল শুভ উদ্বোধন করেন ৩ নং তাহেরহুদা ইউনিয়ন চেয়ারম্যান, মো: মনজুর (রাশেদ)।
VGD চাউল বিতরণ করেন, ৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষধের গ্রাম পুলিশ।
VGD চাউল গরীব দুখী মানুষের মাঝে সুষ্ঠ ভাবে প্রদান করা হয়।৩ নং তাহেরহুদা ইউনিয়ন চেয়ারম্যান মনজুর রাশেদ বলেন গরীবের হক গরীবের মাঝেই বন্টন করা হবে।
চাউল বিতরণের উপস্থিত ছিলেন, ৩ নং তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সভাপতি বদর উদ্দিন (মোল্লা)। সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান (রাসু)। ইউনিয়ন যুবদলের সভাপতি রাফিজ হোসেন।৩ নং তাহেরহুদা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক স্বপন আলি।থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ। হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজ ছাত্রদল এর সভাপতি মামুনুর রহমান টগর সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।