চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর বেকারিকে অর্থদণ্ড
মোঃ আবদুল্লাহ আল-মামুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে আর-রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
অভিযানকালে বেকারির ভেতরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির একাধিক প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বেকারির মালিককে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের নির্দেশ প্রদান করেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের কার্যকর অভিযানে সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকলে এলাকাবাসী নিরাপদ ও মানসম্মত খাদ্য সামগ্রী ভোগ করতে পারবেন।