গোদাগাড়ীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রে,ফ,তার
মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)
দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার মূল আসামি মোঃ ইমরান (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার ভোররাতে শরীয়তপুর জেলার পালং থানার মধ্য পালং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আসামি ইমরান গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ আনারুল ইসলাম।
কীভাবে ঘটনার সূত্রপাত
প্রায় ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক দিলে তিনি স্থানীয় প্রাণ কোম্পানীতে চাকরি নেন। ভিকটিমের মায়ের বাড়ির কাছেই আসামি ইমরানের বাড়ি হওয়ায় তাদের মধ্যে আসা-যাওয়া ও কথোপকথন শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মোবাইলে যোগাযোগ চলতে থাকে।
২২ জুলাই ২০২৫ তারিখে ভিকটিম আসামির চাচার বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আসামি ইমরান ওই বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
মামলা ও তদন্ত
এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাব সমান্তরালভাবে তদন্ত শুরু করে।
অবশেষে ১ সেপ্টেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র্যাব-৮, সিপিসি-২, মাদারীপুরের একটি যৌথ দল পালং উপজেলার মধ্য পালং এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে।
পরবর্তী ব্যবস্থা
গ্রেফতারের পর ইমরানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।