কাজিপুরের সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনশ শিক্ষার্থীর মাঝে সিম বীজ বিতরণ
মোঃ গোলাম মোস্তফা
জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিমের বীজ বিতরণ করা হয়েছে। সৃষ্টির সেবায় নিয়োজিত রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই শিম বীজ বিতরণ করা হয়।
সোমবার বেলা এগারটায় উপজেলার সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনশ শিক্ষার্থীকে শিম বীজের একটি করে প্যাকেট প্রদান করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, শহিদুল ইসলাম, রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ইংরেজির প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবদুল জলিল, সাংবাদিক এনামুল হক