এড. মনোহর আলমকে আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম.এ)
প্রতিনিধি: চকরিয়া উপজেলা।
আজ সোমবার, ১লা সেপ্টেম্বর বিকেল ৫টায়, চকরিয়া পৌরসভাস্থ আমান পাড়ায় উমরাহ পালন শেষে নিজ এলাকায় আগমন করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, আল-আমিন ফাউন্ডেশন-এর সম্মানিত সভাপতি এডভোকেট মনোহর আলম। তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত “আল-আমিন মাদ্রাসা ও হেফজখানা”র শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই শুভক্ষণে এড. মনোহর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম এবং পরিচালক হাফেজ মাওলানা মোস্তফা করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা পরিচালক মাওলানা ওমর আলি মেহেরী, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকী, মাওলানা হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ, মাওলানা বদিউল আলম, মাওলানা নুরুল আলম এবং শিক্ষক মাস্টার জিহাদুল ইসলাম।
এ সময় বক্তারা এড. মনোহর আলমের নীতি-আদর্শ, সামাজিক ও ধর্মীয় অবদানের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।