1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাত্র -জনতা সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এড. মনোহর আলমকে আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ‎মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর বেকারিকে অর্থদণ্ড বাংলাদেশ থেকে মুজিববাদ চিরতরে ধ্বংস করতে হবে- কামরুল হাসান কাজিপুরের সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনশ শিক্ষার্থীর মাঝে সিম বীজ বিতরণ মোবাইল কোর্টের অভিযানে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড। রাজশাহীর তানোর পৌর বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হ*ত্যা করে লা*শের পাশে বসেছিলেন বাবা!

অনলাইনে ব্ল্যাকমেইল, অর্থ হাতিয়ে নেয়ার পর যৌন সুবিধার প্রস্তাব

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

অনলাইনে ব্ল্যাকমেইল, অর্থ হাতিয়ে নেয়ার পর যৌন সুবিধার প্রস্তাব

চকরিয়ার যুবক গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কারাগারে, ভুক্তভোগী শান্তা আক্তারের সর্বোচ্চ শাস্তির দাবি

 

মোঃ আবদুল্লাহ আল-মামুন

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, ধীরে ধীরে কথোপকথন থেকে ছবি–ভিডিও বিনিময়। সেই সুযোগকে হাতিয়ার করে শুরু হয় ভয়ভীতি, ব্ল্যাকমেইল, সম্মানহানির হুমকি। আর এভাবেই ফাঁদে পড়েছিলেন চট্টগ্রামের জোরালগঞ্জের শান্তা আক্তার (৩২)। প্রবাসফেরত এক তরুণ তার ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁসের ভয় দেখিয়ে কেবল অর্থ হাতিয়েই ক্ষান্ত হয়নি, শেষে দৈহিক সুবিধার প্রস্তাবও দেয়।

কিন্তু ভুক্তভোগী শান্তা আক্তার সেই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক প্রকাশ্যে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সম্মানহানির চেষ্টা চালাতে থাকে। শেষপর্যন্ত শান্তা আক্তার আর কোনো উপায় না দেখে থানার দ্বারস্থ হন।

সম্পর্ক থেকে ব্ল্যাকমেইল

মামলার এজাহারে উল্লেখ আছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী গ্রামের আব্দুল মুবিন (২৮) প্রবাসী এবং বিবাহিত ও গ্রামের বাড়িতে তার স্ত্রী থাকা সত্ত্বেও সে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রবাসে থাকাকালীন ২০২৪ সালের ৭ আগস্ট থেকে ইমোর মাধ্যমে শান্তা আক্তারের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ধীরে ধীরে তাদের মধ্যে নিয়মিত ভিডিও কল, ছবি আদান–প্রদান ও কথোপকথন চলতে থাকে। এ সুযোগে মুবিন শান্তার ব্যক্তিগত ছবি ও তথ্য হাতিয়ে নেয়।

আনুমানিক ১১/০৮/২০২৫ইং দেশে ফিরে পরবর্তী সময়ে এগুলো প্রকাশ করার ভয় দেখিয়ে কয়েক দফায় লক্ষাধিক টাকা আদায় করে। কিন্তু এরপরও তার লোভ কমেনি। এবার তিনি শান্তাকে সরাসরি যৌন সুবিধা দেয়ার প্রস্তাব রাখেন।

সম্মানহানির চেষ্টা

অভিযোগ রয়েছে, শান্তা আক্তার প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল মুবিন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাদিনীর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়।

ভুক্তভোগী শান্তা আক্তার ২০১৯ সালে ফরহাদ হোসেনের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। তিনি এক কন্যা সন্তানের জননী। নিজের সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সব অপমান–অবমাননা সহ্য করলেও শেষ পর্যন্ত বিষয়টি আইনের আশ্রয়ে আনতে বাধ্য হন।

অভিযুক্ত এখন কারাগারে

গত ১৬ আগস্ট ২০২৫ জোরালগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মুবিনকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

শান্তা আক্তারের দাবি— “অভিযুক্ত যেন দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়। এমন শাস্তি হলে সমাজে আর কেউ এই ধরনের অনৈতিক কাজ করার সাহস পাবে না।”

সামাজিক বার্তা

আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে সম্মানহানি ও অর্থ আদায়ের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ভুক্তভোগীদের পরামর্শ, কোনো পরিস্থিতিতেই অপরিচিতের সঙ্গে ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। একই সঙ্গে সম্মানহানি বা হুমকির শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট