১২ রবিউল আউয়াল উপলক্ষে
নকলা “র” সর্বস্তরের আলেম সমাজ এর আলোচনা সভা অনুষ্ঠিত
মো:জহিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি নকলা (শেরপুর)
রবিবার সকাল ১১:০০ ঘটিকায়
শেরপুর এর নকলায় গরের গাও মোর, মাদ্রাসাতুল খাইর এ হেফাজতে ইসলাম বাংলাদেশ নকলা শাখা এবং উলামা ঐক্য পরিষদ এর আহবানে আগত ১২” রবিউল আউয়াল উপলক্ষে নবী করিম( স)
সিরাত মাহফিল উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন
হেফাজতে ইসলাম বাংলাদেশ নকলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমি
এবং উলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা লুৎফর রহমান, মুফতি আনসারুল্লাহ তারা(আলম)মুফতি তোফায়েল আহমেদ সহ
নকলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে আলেম উলামাগন।
আলোচনায় বক্তারা বলেন
১২ রবিউল আউয়াল উপলক্ষে নবী করিম (স) এর সিরাত মাহফিল ইসলামের শরিয়াহ মোতাবেক পালিত হবে। শরিয়ার বাহিয়ে কোন দলিল প্রমান ছাড়া ইসলাম কে হেয় প্রতিপন্ন করতে চাই আমরা তা হতে দিবনা। আর তারা যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে জন্য আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ নকলা শাখা এবং উলামা ঐক্য পরিষদ এবং নকলার সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে,
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এবং নকলা থানার অফিসার