1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানে শিষে ভোট দিন মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসাথে পুড়লো পাঁচ ভাই’য়ের বসতঘর বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে- সীমাহীন দূর্নীতির অভিযোগ বিদ্যুৎ এর মিটার রিডার সাজ্জাদ সুমন খুলনা মহানগরে পুলিশের হা,ম,লায় গণঅধিকার পরিষদের ২৩ জন নেতাকর্মী আ,হ,ত শিবগঞ্জে পুকুরে ভাসছিল শিশুর ম,র,দে,হ, এলাকায় শো,কে,র ছায়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় আব্বাসের ছেলে কবির পরগনাহী দৌলতপুর সিনিয়র সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষকে আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করা হয় টঙ্গীবাড়ীতে “ড্রীম রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” উদ্বোধন

মুন্সীগঞ্জে জোরপূর্বক জমি দখল, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হোসেন হাওলাদার মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

হোসেন হাওলাদার মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখল, দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আলিফ মাষ্টার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী আব্দুর রহমান ভূঁইয়ার দাবি, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই জমির ভোগদখলে রয়েছেন এবং পর্যায়ক্রমে ৮০ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন। প্রায় ৮ মাস আগে তিনি সেখানে একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ আগস্ট (শনিবার) দুপুর ২টার দিকে আলিফ মাষ্টার ও তার শ্বশুর মো. বাবুলের নেতৃত্বে ১৫০-২০০ জন ভাড়াটে লোক দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। আরও দুটি বসতঘরে হামলা চালানো হলে আব্দুর রহমান ভূঁইয়া আহত হন।

স্থানীয়রা জানায়, হামলাকারীরা দোকানের মালামাল লুটে নিয়ে দোকানঘর ভেঙে ফেলে এবং জমিতে খুঁটি পুঁতে জবরদখলের চেষ্টা করছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আব্দুর রহমান ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, “শনিবার দুপুরে আলিফ মাষ্টার লোকজন নিয়ে আমাদের দোকান ভাঙচুর করে। বাধা দিলে আমার স্বামী, ছেলে রাকিব ও ছেলের বউ জামিলা বেগমকে মারধর করে। এরপর রাতেও আমাদের বাড়িতে হামলা চালানো হয়। রবিবার সকাল থেকে পুলিশ পাহারায় থেকেই তারা দোকানঘর ভেঙে মালামাল নিয়ে যায় এবং জমিতে খুঁটি গেড়ে রাখে। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ নেয়নি, এমনকি ৯৯৯ এ কল করার পরও কোনো সহায়তা পাইনি।”

প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী জমির মালিকানা আব্দুর রহমান ভূঁইয়ার বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীরা এখন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট