মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখল, দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আলিফ মাষ্টার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আব্দুর রহমান ভূঁইয়ার দাবি, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই জমির ভোগদখলে রয়েছেন এবং পর্যায়ক্রমে ৮০ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন। প্রায় ৮ মাস আগে তিনি সেখানে একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ আগস্ট (শনিবার) দুপুর ২টার দিকে আলিফ মাষ্টার ও তার শ্বশুর মো. বাবুলের নেতৃত্বে ১৫০-২০০ জন ভাড়াটে লোক দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। আরও দুটি বসতঘরে হামলা চালানো হলে আব্দুর রহমান ভূঁইয়া আহত হন।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা দোকানের মালামাল লুটে নিয়ে দোকানঘর ভেঙে ফেলে এবং জমিতে খুঁটি পুঁতে জবরদখলের চেষ্টা করছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আব্দুর রহমান ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, “শনিবার দুপুরে আলিফ মাষ্টার লোকজন নিয়ে আমাদের দোকান ভাঙচুর করে। বাধা দিলে আমার স্বামী, ছেলে রাকিব ও ছেলের বউ জামিলা বেগমকে মারধর করে। এরপর রাতেও আমাদের বাড়িতে হামলা চালানো হয়। রবিবার সকাল থেকে পুলিশ পাহারায় থেকেই তারা দোকানঘর ভেঙে মালামাল নিয়ে যায় এবং জমিতে খুঁটি গেড়ে রাখে। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ নেয়নি, এমনকি ৯৯৯ এ কল করার পরও কোনো সহায়তা পাইনি।”
প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী জমির মালিকানা আব্দুর রহমান ভূঁইয়ার বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীরা এখন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।