1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃ*ত্যু

আরাফাত ভূঁইয়া শান্ত মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আরাফাত ভূঁইয়া শান্ত মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের একটি বহুতলা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) বিকাল ৪ টার দিকে মুন্সীগঞ্জ বড়বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তারা কাজের সুত্রে এখানে রয়েছেন। এদের মধ্যে শাহীন এর বাড়ি পঞ্চগড়, ফিরোজের বাড়ি রংপুর এবং ইব্রাহিম এর বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়- রবিবার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা ৷ তবে স্থানীয়দের দাবী করেন এ কাজের কন্টেকদার গাফিলতি রয়েছে। সতকর্তা না অবলম্বনের কারনেই শ্রমিকরা মামা গেছেন।

দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিস্কার করে উপরের ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। এদের মধ্যে ওই ভবনে কাজ করতে থাকা ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিমের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক টাংকিতে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং হতে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসে। একে একে তিন জন ওই সেপটিক টাংকিতে নামে ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পরে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখানে এসে উদ্ধার কাজ শুরু করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

শাহিনের সাথে কাজ করতে আসা পাভেল বলেন শাহীন আমরা একসাথে মুন্সীগঞ্জ স্টোডিয়ামের ওখানে ভাড়া থেকে কন্ট্রাক্টারের আন্ডারে বাড়ি নির্মাণ কাজ করি। শাহিন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিল। পাশের সেপটিক টাংকি পরিষ্কার করতে আসা একজন ওকে ডেকে নিয়ে আসে। পরের সেফটি টাংকিতে নেমে শাহিন সহ তিনজন মারা যায়। ওর বাড়ি গাইবান্ধা জেলায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনে। তবে প্রবাসে থাকায় বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট