রবিবার(৩১ আগষ্ট)ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডি পি ডি সি)নির্বাহী প্রকৌশলীর কার্যালয় মাতুয়াইল ডেমরা ঢাকা।
কর্মরত মিটার রিডার সাজ্জাদ সুমন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম ও যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের আস্হা বাজন হয়ে অবৈধভাবে নামে বেনামে বিপুল সম্পদের মালিক বনে যান এই সাজ্জাদ সুমন,তার অত্যাচার থেকে রেহাই পাননি বিদ্যুৎ গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী, লাইন ম্যান,এবং ডিলার রা।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর ও সাজ্জাদ সুমন, বহাল তবিয়তে তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
বর্তমান প্রকৌশলী হেলাল উদ্দিন সাথে কথা বললে উনি জানান মিটার রিডার সাজ্জাদ সুমন,নামে কাহুকে তিনি চিনেন না।কিন্তু নোটিশ বোর্ডে সজল ভূইয়ার নাম ও মোবাইল নাম্বার কেনো জানতে চাইলে উনি কোন উওর না দিয়ে এড়িয়ে যান,এবং উওর দিতে পারবেনা বলে অপারোগতা প্রকাশ করেন।
অনতিবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মিটার রিডার সাজ্জাদ সুমন এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্হা নেয়ার অনুরোধ জানাচ্ছি।