ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাতেন খাঁ (৪৮) নামে এক ব্যক্তির মৃ//ত্যু হয়েছে।
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
পরিবার ও এলাকাবাসী জানান, তিনি দী*র্ঘ*দিন ধরে মানসিক রো-গে ভুগছিলেন। গতকাল শনিবার সকালে তিনি নতুন নির্মিত বাড়ির ছাদে উঠেন। ছাদে বাউন্ডারি না থাকায় অসা’ব’ধা’নতাবশত একতলা ছাদ থেকে নিচে পড়ে গু*রু*তর আ*হত হন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ১০টা ১৫ মিনিটে সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পর মাত্র ২৫ মিনিটের মাথায় সকাল ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ–ত ঘোষণা করেন।