1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানে শিষে ভোট দিন মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসাথে পুড়লো পাঁচ ভাই’য়ের বসতঘর বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে- সীমাহীন দূর্নীতির অভিযোগ বিদ্যুৎ এর মিটার রিডার সাজ্জাদ সুমন খুলনা মহানগরে পুলিশের হা,ম,লায় গণঅধিকার পরিষদের ২৩ জন নেতাকর্মী আ,হ,ত শিবগঞ্জে পুকুরে ভাসছিল শিশুর ম,র,দে,হ, এলাকায় শো,কে,র ছায়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় আব্বাসের ছেলে কবির পরগনাহী দৌলতপুর সিনিয়র সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষকে আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করা হয় টঙ্গীবাড়ীতে “ড্রীম রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” উদ্বোধন

নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে- সীমাহীন দূর্নীতির অভিযোগ

এমদাদুল হক ভূইয়া নান্দাইল
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

এমদাদুল হক ভূইয়া নান্দাইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মাদ্রাসার সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দাখিল সহ স্মারকলিপি প্রদান করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালে রাজনৈতিক প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আবদুল আজিজ। তৎকালীন সময়ে খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলামের যোগসাজশে তিনি অধ্যক্ষের দায়িত্ব পান এবং সেই থেকে নানা অনিয়ম ও দূর্নীতি করে আসছেন। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ তার অনুগত প্রভাবশালী মহলকে দিয়ে কমিটি গঠন করে দীর্ঘদিন ধরে এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ২০১০ সালের পর থেকে প্রতিষ্ঠানটিতে কোনো নির্বাচিত গভর্নিং বডি নেই; মাঝে অল্প সময়ের জন্য এডহক কমিটি গঠিত হলেও বর্তমানে তা নেই।

অভিযোগে আরও বলা হয়, করোনা মহামারীর সময় নিয়ম বহির্ভূতভাবে শ্রেণিকক্ষের টিনঘর বিক্রি করে এর টাকা আত্মসাৎ করা হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকদের টিউশন ফি উত্তোলন করলেও শিক্ষকদের হাতে কোনো টাকা পৌঁছায়নি। প্রতিষ্ঠানটির দাতা সদস্য মৃত আবদুর মান্নানের নামে দানকৃত জমিও প্রতারণার মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি করা হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের সম্পত্তি রেজিস্টার সম্পর্কে শিক্ষক বা অভিভাবক সদস্যদের কিছু জানানো হয়নি। বিভিন্ন ফান্ডের নামে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। সরকারি বরাদ্দকৃত ৫৬ হাজার ৫শ টাকা আত্মসাৎ করেছেন। ২০২১ সালে টিউশন ফি বাবদ ২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ২০২৫ সালের কোরবানির ঈদের আগে ১ লাখ ৮৩ হাজার টাকা সংগ্রহ করে অল্প কিছু বিতরণ করলেও অধিকাংশ টাকা আত্মসাৎ করেন। যথাযথ শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও আর্থিক লেনদেনের মাধ্যমে অধ্যক্ষের পদ দখল করেছেন।

দীর্ঘ সময় মাদ্রাসায় অনুপস্থিত থেকেও মাস শেষে একদিনে স্বাক্ষর করার গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, ডিসেম্বর ২০২৫ এ অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি আত্মীয়স্বজন ও অনুগতদের নিয়ে এডহক কমিটি গঠন করে অবৈধ কর্মকাণ্ড বৈধ করার চেষ্টা করছেন। এ ছাড়া শিক্ষকদের মানসিকভাবে চাপে রাখা ও অশোভন আচরণ করা তার নিত্যকার অভ্যাস। অভিযোগকারী মোঃ রফিকুল ইসলাম জানান, এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে তিনি গত ২৫ আগস্ট মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসার, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। সরজমিনে ৩১ আগস্ট কয়েকজন স্থানীয় সংবাদকর্মী মাদ্রাসা পরিদর্শনে গেলে দেখা যায় যে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ১৯ জন শিক্ষক-কর্মচারী থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ৩০ জনের মতো। এবতেদায়ী শাখায় কোনো শিক্ষার্থীই নেই। অথচ মাসে প্রায় ৬ লাখ টাকা সরকারী বেতন-ভাতা তুলছেন তারা। অভিযোগকারী এলাকাবাসীর পক্ষে দ্রুত তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ আবদুল আজিজ বলেন, “অভিযোগের তদন্ত হলে আমি আমার বক্তব্য জানাব। ”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট