1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানে শিষে ভোট দিন মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসাথে পুড়লো পাঁচ ভাই’য়ের বসতঘর বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে- সীমাহীন দূর্নীতির অভিযোগ বিদ্যুৎ এর মিটার রিডার সাজ্জাদ সুমন খুলনা মহানগরে পুলিশের হা,ম,লায় গণঅধিকার পরিষদের ২৩ জন নেতাকর্মী আ,হ,ত শিবগঞ্জে পুকুরে ভাসছিল শিশুর ম,র,দে,হ, এলাকায় শো,কে,র ছায়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় আব্বাসের ছেলে কবির পরগনাহী দৌলতপুর সিনিয়র সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষকে আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করা হয় টঙ্গীবাড়ীতে “ড্রীম রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” উদ্বোধন

ধর্মপাশায় মুদাহরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ধর্মপাশায় মুদাহরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মুদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। অভিযোগ রয়েছে, শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে গায়ে হাওয়া লাগিয়ে সময় কাটান এবং বিদ্যালয় পরিচালনায় নানা অনিয়ম করে আসছেন।

এলাকাবাসীর অভিযোগসমূহ হলো
১. প্রতিদিন সঠিক সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।
২. নিয়ম অনুযায়ী ছুটি না দিয়ে দুপুর ২টা ৩০ মিনিটেই স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
৩. শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হয় না।
৪. বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
৫. শিক্ষক-শিক্ষিকারা ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকেন।
৬. বিদ্যালয়ে দপ্তরীর পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজে অব্যবস্থাপনা দেখা দেয়।
৭. গণমাধ্যমকর্মীরা দুপুর ১১টা ৫৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাওয়া যায়নি।
৮. শিক্ষার মান খারাপ হওয়ায় মুদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না হয়ে এলাকার প্রায় ৮০% শিক্ষার্থী পাশের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে।

এ বিষয়ে মুদাহরপুর গ্রামের ও সেলবরষ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন,
“এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। সরকার তাদের নিয়মিত বেতন দেয়, কিন্তু তাঁরা দায়িত্ব পালন না করে অবহেলা করছেন। এর ফলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আমি এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট। প্রয়োজনে তদন্ত করে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বলেন,
“আপনি যে অনিয়মগুলোর কথা বলেছেন, তার সাথে আমি অনেকটাই একমত। প্রধান শিক্ষক মোবারক হোসেনের বিরুদ্ধে এর আগে আরও অভিযোগ এসেছে। আমরা ইতোমধ্যে তাকে সতর্ক করেছি এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট