দীর্ঘ ৭ দিন ধরে অচেতন অবস্থায়-মৃ,ত্যু,র সাথে পাঞ্জা লড়ছেন ঝিনাইদহ প্রেসক্লাব এর সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু
মোঃ সুরুজ ঝিনাইদহ সংবাদ দাতা
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু গুরুতর অসুস্থ অবস্থায় গত ৬ দিন ধরে অচেতন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখন জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন ধরে বিশেষ এক জটিল রোগে আক্রান্ত ছিলেন। লো-পেসারসহ প্রায়ই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যেতেন। এই অবস্থায় গত ২৪ আগস্ট একটি প্রতিবন্ধি স্কুলে প্রোগামে গিয়ে বাথরুমে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরতর আঘাত পান। ব্যাপক রক্তক্ষরণ হয়। কয়েকজনের সহায়তায় বাসায় ফিরলেও কিছুক্ষণ পর আবার জ্ঞান হারান। ওই দিন দুপুরেই তাকে ঢাকায় নেয়া হয় এবং মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পরিবার সুত্রে জানাযায় মস্তিষ্কের ভিতরের রক্তক্ষন বন্ধ হলেও তার ব্রেন বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া দীর্ঘদিন তার মাথার ভিতরের ছোট একটি শিরার ভিতর রক্ত জমা থাকার কারনে এতদিন তিনি জ্ঞান হারাতেন। যেটি সাধারণ পরীক্ষায় ধরা পড়েনি। ফলে তার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।
আমিনুর রহমান টুকু দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে তিনি ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক এবং বর্তমানে জাতীয় সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি।
তার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমরা সকলেই তার জন্য দোয়া করবো আল্লাহ পাক যেনো তার নেক হায়াত ও সুস্থতা দান করুন আমিন