দক্ষিণ সুরমার সালিশি ব্যক্তিত্ব আলকাছ মিয়া ইঞ্জিনিয়ারের দাফন সম্পন্ন
আবদাল মিয়া মৌলভীবাজার জেলাপ্রতিনিধি,
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদী গ্রামের বাসিন্দা, বলদী যুব সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা, নগরীর বঙ্গবীর রোডের প্রবীণ ব্যবসায়ী এবং সালিশি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোঃ আলকাছ মিয়া শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত ১১টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার আলকাছ মিয়ার নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরউদ্দিন।
নামাজে জানায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-০৩ আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন, আইনজীবী সালেহ আহমদ হীরা, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান আহমদ, সিলেট জেলা বিএমপি নেতা মাসুম আলম, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক শাহ মোজাম্মেল আলী, বিএনপি নেতা মোঃ ছইল মিয়া, জেলা যুবদল নেতা মুকসুদুল করিম নোহেল, ব্যবসায়ী নজরুল ইসলাম কালা, সিএনজি অটো পার্টস ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল করিম, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব হাসান তালুকদার রিংকু সহ সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।