ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস ডিবি টিম, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৩০/০৮/২০২৫ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা-মোঃ নেওয়াজ আলী, মাতা-মোছাঃ ইয়াসমিন ওরফে কমলা বেগম, সাং-চরগুলগুলিয়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফকারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৭৮, তারিখ-৩০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।