মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন মানসম্মত “ড্রীম রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, এডভোকেট আসাদুজ্জামান ইকো, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মল্লিক, ইকবাল হোসেন চুন্নু মাদবর, মালেক তালুকদার, নেসলে বাংলাদেশ লিমিটেড-এর অফিসার মুঈন মুস্তাফা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, এখানে মানসম্মত ও সুস্বাদু খাবারের পাশাপাশি পার্টি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে। স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি নতুন আকর্ষণীয় গন্তব্য।