মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না ফকির বাড়িতে ১২ ও ১৩ তারিখ দুই দিনব্যাপী ফকির হামিদ শাহ (রহ.)-এর ৩১তম ওরস মোবারক যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাজু শাহ ফকির বাড়িতে, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী, আশেক-ভক্তবৃন্দ ও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ওরসে যোগ দেন।
ভক্তরা দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি আধ্যাত্মিক গান ও বাউল সংগীতের আসরে মাতোয়ারা হয়ে ওঠেন।
ওরস উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পী টুকটুকি, বাউল শিল্পী মিম এবং বাউল শিল্পী বিনা মণ্ডলসহ নামকরা বাউলশিল্পীরা একে একে সঙ্গীত পরিবেশন করেন।
তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভক্ত-শ্রোতারা বিমুগ্ধ হয়ে রাতভর আসর উপভোগ করেন।
ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক লোকসমাগম ঘটে। স্থানীয়ভাবে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মিষ্টি বিতরণ ও মিলাদ মাহফিল।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ভক্ত-আশেকানদের উপস্থিতিতে ওরস মোবারক সার্থক ও সফলভাবে সম্পন্ন হয়েছে।