গফরগাঁওয়ে বাবা কে মারধর করে বাড়ি থেকে বের করার অভিযোগ উঠেছে ছেলের নামে।
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় জমি বিক্রির টাকা ছিনতাই ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল সাত্তার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাত্তারের ছেলে এছাক আলী দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি ও ফসলি জমি লিখে নেওয়ার জন্য নানা চাপ সৃষ্টি করে আসছিলেন। জমি লিখে না দেওয়ায় প্রায় সাত মাস আগে এছাক আলী তার বাবা আব্দুল সাত্তার ও মা আসমা খাতুনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে তারা গফরগাঁও থানাধীন রসুলপুর চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
এক মাস আগে সাত্তার তার মেয়ে ঘরের নাতনি ফারহানার কাছে তিন কাঠা জমি ৬ লাখ টাকায় বিক্রি করেন এবং বায়না হিসেবে ৫০ হাজার টাকা নেন। পরে গত ২৮ আগস্ট ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসে হেবাদলিল নিবন্ধন করে বাকী ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। ওইদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে কদম রসুলপুর চার আনি বাজার এলাকায় অবস্থানকালে সাত্তারের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় অভিযুক্ত এছাক আলী, সাফিন, আব্দুর রহিম, নাজমুল, মুর্শেদ, ঈমান আলী, সোহেলসহ আরও কয়েকজন। তারা দেশীয় অস্ত্র দিয়ে সাত্তারকে মারধর করে তার কাছে থাকা ৫ লাখ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় সাত্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও আঘাত করার চেষ্টা করে। এতে স্থানীয় এক ব্যক্তি আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় সাত্তারকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।