৩০/৮/২০২৫ ইং, শনিবার, ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে,খুলনা মহানগরে গণঅধিকার পরিষদের মহানগর ও জেলা কার্যালয় হইতে, শান্তিপূর্ণ সমাবেশ ও কর্মসূচি বাস্তবায়নে, খুলনা জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের কার্যালয় সামনে হইতে মিছিল আকারে খুলনা ফেরিঘাট মোড়ে, জাতীয় পার্টি কার্যালয় সামনে প্রতিবাদ জানালে এ সময়, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির রক্ষাকর্তা পুলিশ বাহিনীর হামলায় খুলনা মহানগরে গণঅধিকার পরিষদের -২৩ জন নেতাকর্মী আহত। আহতরা হলেন :এসকে রাশেদ- সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ফরহাদ হাসান রাজ -সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ খুলনা মহানগর।
মোঃ রবিউল ইসলাম রবিন সাধারণ সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর। সাজিদ হোসেন -সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ খুলনা মহানগর। মোল্যা রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা জেলা।
আজিজ শেখ রুবেল -সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ খুলনা মহানগর। নজরুল ইসলাম - আহবায় সদর থানা যুব অধিকার পরিষ খুলনা মহানগর। মাহাবুবুর রহমান মিলন -যুগ্ম আহবায়ক যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা থানা খুলনা মহানগর। হৃদয় শেখ -যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদ, সদর থানা খুলনা মহানগর।
মোহাম্মাদ মিঠু- আহ্বায়ক ১৮ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা থানা, খুলনা মহানগর। কমলেশ মন্ডল সদস্য সচিব, ৪ নং ওয়ার্ড, আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ খুলনা মহানগর । নাঈম মল্লিক
কার্যকরী সদস্য, ৭ নং ওয়ার্ড, আরংঘাটা থানা যুব অধিকার পরিষদ খুলনা মহানগর। জাহিদ মোল্লা-
আহবায়ক ৫ নম্বর ওয়ার্ড, আরংঘাটা থানা যুব অধিকার পরিষদ, খুলনা মহানগর। বাবু গাজী সিনিয়র সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর। সোহাগ হাওলাদার সদস্য, লবণচড়া থানা শ্রমিক অধিকার পরিষদ। আরমান হোসেন -সদস্য, সদর থানা শ্রমিক অধিকার পরিষদ।
সাব্বির রহমান শুভ -সাবেক সভাপতি, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর রাজু হাওলাদার
সভাপতি,ছাত্র অধিকার পরিষদ, খুলনা জেলা শাখা আলমগীর হোসেন মুন্না -সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর জুবায়ের শেখ সম্রাট -সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর। আবু বক্কর সিদ্দিকী -ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর মেহেদী হাসান -ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর। এইচ এম তামিম এহেসান - ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর।।