কাহালুতে মাদকবিরোধী অভিযান ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাসেল হোসাইন (কাহালু) প্রতিনিধি:
বগুড়া জেলার কাহালু থানায় মাদকবিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ (আগস্ট) ২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ০৫:২০ ঘটিকায় কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জামশেদ আলী, এসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটিয়া ২ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বেচাকেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
১। মোঃ বিল্লাল হোসেন (৩১), পিতা মোঃ বাদল মিয়া, সাঘাটিয়া নয়াপাড়া, কাহালু, বগুড়া।
২। মোছাঃ মঞ্জিলা বেগম (২৩), স্বামী মোঃ বিল্লাল হোসেন, সাঘাটিয়া নয়াপাড়া, কাহালু, বগুড়া।
৩। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা মোঃ মকবুল প্রাং, গ্রাম- কাহালু মসজিদ পাড়া, কাহালু, বগুড়া। অভিযান চলাকালে তাদের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের কাহালু থানায় আনা হয়। এ ঘটনায় কাহালু থানায় মামলা নং-১৩, তারিখ-৩০-৮-২০২৫ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।