কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার পিচ ইয়াবা সহ ১জন মাদক ব্যবসায়ী গ্রে,ফ,তার।
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
গত ৩০/০৮/২০২৫ খ্রি. রাত অনুমান ১০:৪৫ ঘটিকায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার অন্তর্গত কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিচ ইয়াবা সহ মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত আবু তাহের,, স্থায়ী ঠিকানা-সাং-দূর্গারামপুর উত্তর পাড়া, ওয়ার্ড নং-০৩, বীরগাঁও ইউপি, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা-সাং-উত্তর বাহারছড়া, ওয়ার্ড নং-১০, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে নিয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত উত্তর বাহারছড়া এলাকায় গ্রেফতারকৃত আসামীর ভাড়া বাসার রুমের ভিতর থেকে আরো ৩০,০০০ (ত্রিশ হাজার) পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।