সাহিত্য
প্রকৃতির শোধ
নিস্তব্ধতা
কলমে:-জোনাইদাল হাবীব সিয়াম
শব্দ যখন ফুরিয়ে যায়,
গল্প আমার নিস্তব্ধতায়।
খুঁজলে জীবনের বাস্তবতা,
বাড়তে থাকে অভিজ্ঞতা,
সঙ্গী তাই আমার নিস্তব্ধতা।
আত্মীয় স্বজন প্রিয়জন,
তাদের সবার আমি প্রয়োজন,
স্বার্থের জন্য বাহারি আয়োজন।
ফুরালে তাদের প্রয়োজন,
পর হয়ে যায় প্রিয়জন,
একটুও খোঁজেনা তাদের মন।
আমার অশ্রু ঝরা কষ্ট বেদনায়,
প্রয়োজনে তাদের আমি নাহি খুঁজে পাই,
আমার জবাব তাই নিস্তব্ধতায়।
থাকতে সময় এখনই গড়ে তোল একতা,
নয়তো নিঃশব্দে প্রতিশোধ নিবে নিস্তব্ধতা।
তখন হার নাহি মানবে মানবতা।
সময় কিন্তু কথা কয়,
একতা খুবই শান্তিময়।
থাকলে হবে বিশ্ব জয়।
আত্নার ভাষা আমার নিস্তব্ধতা,
নাহি ভেবো আমার দুর্বলতা,
নিঃশব্দ শক্তি আমার নিস্তব্ধতা।
নিস্তব্ধতার বিকল্প নাই,
সবাই মধ্যে গুনটা চাই,
প্রকৃতির শোধ নিস্তব্ধতায়।