সবারজন্য মৃ,ত্যু অবধারিতঃ
মোঃ আরিফুর রহমান স্টার্ফ রিপোটার।
ঝালকাঠি জেলার রাজাপুর থানার
পুর্ব পুটিয়াখালি(মীরেরহাট) ঝালোবাড়ি মাদ্রাসা সংলগ্ন খালে মোঃ মানিক এর ছোট ছেলে মোঃ শামিম (১৯)
গতকাল শুক্রবার দুপুরে ঝালোবাড়ি মাদ্রাসা সংলগ্ন খালে গোসল করতে গেলে সেখান থেকে নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি,
আজ শনিবার দুপুর ১২ঃ২০ মিনিটের সময় তার লাশ পাওয়া গিয়েছে,,
যেখানে সে গোসলের জন্য নেমে ছিলো সেখান থেকেই। তার এ অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে!