ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ সমাবেশ।
দিপক চন্দ্র দেব, হোমনা ( কুমিল্লা)
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরে গণঅধিকার পরিষদের পাশাপাশি ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি হোমনা পৌর মার্কেটের সামনে থাকে ৪:৩০ মিনিটে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে গিয়ে ৫:২০মিনিটে সমাবেশ শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল অপচেষ্টা ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।
গণঅধিকার পরিষদের হোমনা উপজেলার সভাপতি , সাইফুল ইসলাম (দুলাল) বলেন সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা।
গণঅধিকার পরিষদের হোমনা উপজেলার সাধারন সম্পাদক নজরুল ইসলাম (রাজ) বলেন সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে দামীয়ে রাখা সম্ভব না। গণঅধিকার পরিষদ গণমানুষের কথা বলে।
বিক্ষোভ সমাবেশে হোমনা ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন হোমনার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।