বানিয়াচং ৭নং ও ৮নং ইউনিয়নে জমিয়তের নির্বাচনী পথসভায় হাজারো জনতার সমাগম।
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ -২(বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকে এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ আনুষ্ঠানিক পথসভা করেন।
(২৯ই আগস্ট ২০২৫) শুক্রবার বিকাল ৪ঘটিকায় বানিয়াচং উপজেলাধীন ৭নং বড়ইউডি ও ৮নং খাগাউরা ইউনিয়ন এর নতুন বাজার, কদুপুর বাজার, দাউদপুর বাজার, ইমামবাড়ী বাজার, শিবগঞ্জ বাজার, সাদেকপুর, ধুলিয়া ও গুনই বাজারে হাজার হাজার জনতার উপস্থিতিতে খেজুর গাছের পথসভা অনুষ্ঠিত হয়
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচংআজমিরীগঞ্জ) আসনের
জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকে এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ
আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা ইকবাল হুসাইন, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুবাশ্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ, বানিয়াচং উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি রাফিউল ইসলাম, ৮নং খাগাউড়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, যুব জমিয়ত সভাপতি মাওলানা শাহ মাসুম আহমদ, মাওলানা শাহ সাইফুর রহমান, মাওলানা শাহ হুমায়ুন কবির মাওলানা ডা. শাহ খালেদ আহমদ, হাফিজ মাওলানা শাহ মনিরুল হক ৭নং বড়ইউডি ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা সালমান আহমদ, সাধারণ সম্পাদক মুফতী ওলিউর রহমান সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উপজেলা এবং তৃণমূলের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, মুফতী এখলাছুর রহমান রিয়াদ একজন আদর্শবান, কর্মঠ ও নিষ্ঠাবান তরুণ নেতা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ‘বিজয়ের নিশান’ উড়িয়েই তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেবেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতী এখলাছুর রহমান রিয়াদ বলেন।
এই মনোনয়ন আমার ব্যক্তিগত নয়, এটি এলাকাবাসীর চেতনার প্রতিফলন। আমি বিশ্বাস করি, মানুষের দোয়া, ভালোবাসা ও আস্থা থাকলে বিজয় অবশ্যম্ভাবী।
প্রার্থী ও তার সমর্থকরা জানান, আগামী দিনগুলোতে ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।