বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ১নং চিথলিয়া ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর রিয়াস্তুল বাড়ি এর পক্ষ থেকে রাস্তা মেরামতের উদ্যোগ।
আব্দুর রহমান (কুষ্টিয়া রিপটার)
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ১নং চিথলিয়া ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর রিয়াস্তুল বাড়ি এর পক্ষ থেকে রাস্তা মেরামতের উদ্যোগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তায় কাদা ও গর্তে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিজাত পণ্যবাহী যানবাহন, রোগীবাহী অ্যাম্বুলেন্স এমনকি সাধারণ মানুষকেও প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হতো।
এই অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় পর্যায়ে এগিয়ে এসে রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করে। দলীয় নেতাকর্মীরা এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গর্ত ভরাট করে রাস্তা সংস্কার এবং কোথাও কোথাও পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী ড্রেন তৈরি করেন। এতে চলাচল অনেকটা সহজ হয়ে যায় এবং এলাকার মানুষ সাময়িক হলেও ভোগান্তি থেকে মুক্তি পেতে শুরু করে।
রাস্তা মেরামতের কাজে অংশগ্রহণকারী এক জামায়াত কর্মী বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সরকারিভাবে বড় আকারে উন্নয়ন কাজ হওয়া দরকার, তবে ততদিন আমরা সমাজের মানুষদের সঙ্গে নিয়ে যতটুকু পারি সমস্যা লাঘব করার চেষ্টা করছি।”
একজন স্থানীয় গৃহবধূ জানান, “বর্ষাকালে বাচ্চাদের স্কুলে নেওয়া খুব কষ্টকর ছিল। রাস্তায় পানি জমে থাকত, মাঝে মাঝে পড়ে গিয়ে আহতও হত। জামায়াতের উদ্যোগে রাস্তাটা কিছুটা হলেও ভালো হয়েছে।”
অন্যদিকে এক কৃষক বলেন, “আমরা বাজারে ধান বা সবজি নিতে গেলে গাড়ি কষ্ট করে টানতে হতো। এখন রাস্তাটা অনেকটা মসৃণ হয়েছে। এভাবে কাজ চলতে থাকলে এলাকার উন্নয়ন হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়, মানবসেবা ও কল্যাণমূলক কার্যক্রমেও আমরা সবসময় এগিয়ে থাকব। উন্নত অবকাঠামো নির্মাণের জন্য সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগ দরকার, তবে স্থানীয়ভাবে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি।
এলাকাবাসীর দাবি, শুধু অস্থায়ী সংস্কার নয়, সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণ করলে গ্রামের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলো এভাবে মানুষের দুঃসময়ে পাশে থাকলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন সম্ভব।
রাস্তা মেরামতের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার সঞ্চার হয়েছে। মানুষ এখন আশাবাদী যে, সামাজিক ও রাজনৈতিক শক্তি একত্রে কাজ করলে আগামী দিনে তাদের এলাকার আরও দ্রুত উন্নয়ন সম্ভব হবে।